ভারতের অর্থনীতির বর্তমান অবস্থা খুব খারাপ: অভিজিৎ ব্যানার্জী

ভারতের অর্থনীতির বর্তমান অবস্থা খুব খারাপ: অভিজিৎ ব্যানার্জী

শেয়ার করুন

Abhijit-Banerjee

নিজস্ব প্রতিবেদক :

ভারতের অর্থনীতির বর্তমান অবস্থা খুব খারাপ। সরকার যেভাবে চলছে, তাতে এই সমস্যা থেকে ভারতকে দ্রুত করে বের করে আনা যাবে না।  এমন মন্তব্য করেছেন অর্থনীতিতে নোবেলজয়ী দ্বিতীয় বাঙ্গালি অভিজিৎ ব্যানার্জী।

নোবেল জয়ের খবর পাওয়ার পর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সাংবাদিকদের সাথে আলাপে তিনি আরো বলেন : সরকারী কোষাগারে বিপুল ঘাটতি। তবু তারা সবাইকে খুশি করার চেষ্টা করছে। আর তারপরও ভান করছে, বাজেটে ঘোষিত ঘাটতির লক্ষ্যমাত্রা ধরে রাখা যাবে। অভিজিতের মন্তব্য, চটকদার প্রকল্পের ঘোষণা দিয়ে কাজ হবে না।

নোবেলজয়ী এই বাঙ্গালির মতে, চাহিদার অভাবই এখন ভারতের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা। দেশের বাজারে পণ্যের অভাব নেই। কিন্তু তা কেনার জন্য গরিব ও মধ্যবিত্তের হাতে টাকা নেই। তাই পণ্য প্রচুর হলেও তার চাহিদা বাড়ছে না ভারতের বাজারে। তার মতে, শুধু ধনীদের হাতে টাকা তুলে দিলে হবে না। গরিব ও মধ্যবিত্তদের হাতে টাকা তুলে দেয়ার প্রয়োজনটাই বেশি।