ভারতেও মিলল করোনার নতুন রূপ

ভারতেও মিলল করোনার নতুন রূপ

শেয়ার করুন

New coronavirus
এবার ভারতেও মিলল করোনাভাইরাসের নতুন রূপ। ব্রিটেনফেরত ৬ ভারতীয়ের শরীরে ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত হয়েছে। খবর এনডিটিভির।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিন রোগীকে বেঙ্গালুরুর নিমহান্স, দুজনকে হায়দারাবাদের সিসিএমবি এবং একজনকে পুনের এনআইভিতে রাখা হয়েছে। প্রত্যেক রোগীকে পৃথক কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে যেসব স্বজনরা এসেছিলেন তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যের করোনার নতুন রূপটি শনাক্ত হয়। গত বছর উহানে করোনার যে স্ট্রেনটি শনাক্ত হয়েছিল এটি তার চেয়েও ৭০ গুণ বেশি সংক্রামক। ইতোমধ্যে ১৪টি দেশে শনাক্ত হয়েছে নতুন স্ট্রেনটি।

করোনাভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে বেশ চাপে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশসহ পুরো বিশ্ব। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশে নতুন করে লকডাউনও ঘোষণা করা হয়েছে। ভারত সরকারও যুক্তরাজ্য থেকে আসা সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে।