ব্রেক্সিট চুক্তিতে অনুমোদন দিলেন ইইউ নেতারা

ব্রেক্সিট চুক্তিতে অনুমোদন দিলেন ইইউ নেতারা

শেয়ার করুন

9aeab574fe9d4895a97e8c44f754e075_18
বিশ্বসংবাদ ডেস্ক :

ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার চুক্তি-ব্রেক্সিটের অনুমোদন দিয়েছেন ইউেরাপের ২৭ দেশের নেতারা।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে এক ঘন্টার বৈঠকের পর একথা জানান ইউরোপিয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।

শনিবার টুইট বার্তায় তিনি জানান : জিব্রালটার ইস্যুতে স্পেনের সঙ্গে ব্রিটেন একমত হওয়ার পরই চুক্তিতে অনুমোদন দেয়া হয়।

এদিকে, ব্রিটিশ পার্লামেন্টে এই চুক্তি পাস হলেই, ব্রেক্সিট কার্যকর হবে। কিন্তু মন্ত্রীসভার বেশিরভাগ সদস্য, প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তির বিরোধীতা করে আসছেন। তাইতো, শেষ পর্যন্ত কী হবে তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এর আগে, চুক্তির প্রতি বৃটিশ জনগণের সমর্থন চেয়ে তাদের উদ্দেশ্যে খোলা চিঠি দেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, আগামী বছর ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর বৃটেনের জন্য রয়েছে এক উজ্জল ভবিষ্যত। যা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করবে।