ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয়বার গণভোটের দাবিতে লন্ডনে লাখো মানুষের সমাবেশ

ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয়বার গণভোটের দাবিতে লন্ডনে লাখো মানুষের সমাবেশ

শেয়ার করুন

_103943492_frackবিশ্বসংবাদ ডেস্ক :

ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসা বা ব্রেক্সিট নিয়ে দ্বিতীয়বার গণভোটের দাবিতে লন্ডনে সমাবেশ করেছেন কয়েক লাখ মানুষ। আয়োজকদের দাবি, এই মিছিলে ৬ লাখ ৭০ হাজার নাগরিক অংশ নেয়।

২০০৩ সালে ইরাক যুদ্ধের বিরোধিতার ঘটনার পর এটাই ব্রিটেনে সবচেয়ে বড় সমাবেশ। ইউরোপের সঙ্গে সমঝোতা না হওয়ায় ব্রেক্সিট কার্যকর নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে ব্রেক্সিট নিয়ে দ্বিতীয়বার গণভোটের দাবি জানিয়েছেন সমাবেশে যোগ দেয়া মানুষেরা।

তাদের মতে, ব্রেক্সিট আলেচনায় গভীর সমস্যার সৃষ্টি হয়েছে। যা শুধু ব্রিটিশদের নয় ইউরোপের নাগরিকদের ওপরও প্রভাব পড়বে। এছাড়া থেরেসা মে সরকারের ওপর কোনও আস্থা নেই বলেও জানান সাধারণ মানুষ।

মূল সমস্যা হয়ে দেখা দিয়েছে, ইইউ সদস্য রাষ্ট্র আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ড মধ্যে বাণিজ্যের শর্ত নির্ধারণ নিয়ে। ইইউ চায়, নর্দার্ন আয়ারল্যান্ড তাদের বাজারের অংশ থাকবে। বাকি অংশ নিয়ে আলাদা হয়ে যাবে যুক্তরাজ্য। কিন্তু ব্রিটিশ সরকারের বলছে, এই সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে ও সাংবিধানিকভাবে যুক্তরাজ্যকে বিভক্ত করে ফেলবে।