ব্রেক্সিটে পেছানোর অনুরোধ জানিয়ে ইইউকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি

ব্রেক্সিটে পেছানোর অনুরোধ জানিয়ে ইইউকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রেক্সিট পেছাতে অনুরোধ জানিয়ে ইউরোপিয় ইউনিয়নকে চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজের সই না দিয়ে তিনি এ চিঠি পাঠান।

দ্বিতীয় আরেকটি চিঠিতে একই অনুরোধ জানিয়ে, এ বিলম্বকে ভুল হিসেবে উল্লেখ করেন জনসন। হাউস অফ কমন্সে ভোটে হারের পর ৩১ অক্টোবরের পরে ব্রেক্সিট পেছানোর জন্য ইইউকে অনুরোধ জানাতে নতুন একটি আইন প্রণয়নের প্রয়োজন। ব্রেক্সিট পেছানোর অনুরোধ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে টুইট বার্তায় জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।

তিনি জায়েছেন এ বিষয়ে ব্রিটেনকে সিদ্ধান্ত জানাতে এখন অন্যান্য ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। শনিবার হাউস অব কমন্সে ঐতিহাসিক ভোটে হারের পর একজন সিনিয়র কূটনীতিককে তার সই না করা চিঠির একটি ফটোকপি ইইউকে পাঠানোর নির্দেশ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত মাসে এমপিরা এ কাজ করতে তাকে বাধ্য করেছিলেন।