ব্রিটেনে কনজারভেটিভ-ডিইউপি’র মধ্যে সমঝোতা, দ্রুতই সরকার গঠন

ব্রিটেনে কনজারভেটিভ-ডিইউপি’র মধ্যে সমঝোতা, দ্রুতই সরকার গঠন

শেয়ার করুন

41654656
বিশ্বসংবাদ ডেস্ক :

যৌথ সরকার গঠনের জন্য ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে থেরেসা মে’র কনজারভেটিভ পার্টি। তবে দুদলের মধ্যে ইতিবাচক আলোচনাই হচ্ছে। আ

র তাই যৌথ সরকার গঠনে দেরি নেই বলে জানিয়েছে কনজারভেটিভ পার্টি। ফলে আগামী মঙ্গলবার হয়তো ব্রিটিশ পার্লামেন্টে বসবে নতুন সরকারের অধিবেশন।

শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০নং ডাউনিং স্ট্রিট থেকে ঘোষণা করা হয়, দুদলের মধ্যে মূল বিষয়গুলো নিয়ে সমঝোতা হয়েছে। তবে পরে জানানো হয়, অল্প কয়েকটি ইস্যু নিয়ে বাড়তি আলোচনা চলছে। যা দ্রুতই নিরসন হবে।

এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির সমর্থন নিচ্ছে কনজারভেটিভরা। তাদের পাওয়া দশটি আসন যুক্ত করে সরকার গঠন করা হচ্ছে। ইউনিয়নিস্ট পার্টির প্রধান অরলিন ফস্টার জানান : ব্রিটেনকে সুরক্ষিত রাখতে কনজারভেটিভদের সঙ্গে ঐক্যবদ্ধভাব কাজ করবেন তারা।