ব্রিটেনে ‘আইএস সমর্থক’ বিতর্কিত ধর্মীয় নেতা দোষি সাব্যস্ত

ব্রিটেনে ‘আইএস সমর্থক’ বিতর্কিত ধর্মীয় নেতা দোষি সাব্যস্ত

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

আইএস জঙ্গিগোষ্ঠীর পক্ষে লোক জড়ো করে প্রচারণা চালানো এবং নতুন জঙ্গি তৈরির অভিযোগে ব্রিটেনের বিতর্কিত ইসলাম প্রচারক আনজেম চৌধুরীকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত।

rtx2l82oব্রিটেনে জন্ম নেয়া পাকিস্তানী বংশোদ্ভূত আনজেম চৌধুরী লন্ডনের ইলফোর্ড এলাকার বাসিন্দা। আনজেম পেশায় আইনজীবী এবং মুসলিম ল’ ইয়ার নামের এক সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

আদালতের শুনানির পর সন্ত্রাসবাদ আইনে, আনজেম চৌধুরী ও তার সহযোগী মিজানুর রহমানকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেন আদালত।

বিচারক হলরয়েড জানিয়েছেন, তাদের ১০ বছরের কারাদণ্ড হতে পারে। লন্ডনের সন্ত্রাস-বিরোধী পুলিশ, গত ২০ বছরের তথ্য-প্রমাণাদি সংগ্রহ আদালতে উপস্থাপন করেছে। গত বছর থেকে তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের কাজ শুরু হয়।

আনজেম চৌধুরী ও তার সহযোগীর বিরুদ্ধে আইএস-এর পক্ষে মানুষকে উৎসাহিত করার অভিযোগ গঠন করা হয়েছে। তাদের প্রকাশিত এক অনলাইন বার্তায় দেখা গেছে, আইএস নেতা আবু বকর আল বাগদাদীর বক্তব্যকে সমর্থন দিচ্ছেন তারা।