ব্রিটেনের প্রথম শীর্ষ নারী বিচারপতি

ব্রিটেনের প্রথম শীর্ষ নারী বিচারপতি

শেয়ার করুন

lady-haleবিশ্বসংবাদ ডেস্ক :

ব্রিটেনে প্রথমবারের মতো শীর্ষ বিচারপতি পদে একজন নারী নিয়োগ পাচ্ছেন। ৭২ বছর বয়সী বিচারক ব্যারোনেস হেল এখন সুপ্রিম কোর্টে ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

ডাউনিং স্ট্রিট শিগগিরই সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট হিসেবে তার নাম ঘোষণা করবে বলে জানা গেছে। ২০০৪ সালে তিনিই প্রথম নারী যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ পান।

নতুন শীর্ষ বিচারক হিসেবে নিজের নাম ঘোষণার পর তিনি বলেন, এটা তার জন্য একটা বিরাট সম্মান এবং একইসঙ্গে চ্যালেঞ্জেরও। পূর্বসূরির দেখানো সাফল্যের পথে হাঁটতে তিনি অপেক্ষায় আছেন।