ব্রাজিলে আবারও কারাগারে সংঘর্ষ, নিহত ১০

ব্রাজিলে আবারও কারাগারে সংঘর্ষ, নিহত ১০

শেয়ার করুন

_93574114_aa1e20b3-4971-492d-8fee-b5e1c967fa9e

বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রিও গ্রান্দে দো নর্তে রাজ্যের নাটাল কারাগারে সংঘর্ষে অন্তত ১০ বন্দির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ওই কারাগারে প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রের সদস্যদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

রাতভর সংঘর্ষ চলার পর সকালের দিকে, পুলিশ কারাগারটির নিয়ন্ত্রণ নেয়। রাজ্য কারাগার দপ্তরের কমান্ডার মেজর ওয়েলিংটন ক্যামিলো জানান, ভোর হওয়ার পর কারাগারের অভ্যন্তরে প্রবেশ করে পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। তবে কোনো বন্দীই পালিয়ে যেতে সক্ষম হয়নি।

তিন জনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। সংঘর্ষের পর নাটাল কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলতি নতুন বছরে ব্রাজিলে এটি তৃতীয় বড় ধরনের কারা দাঙ্গার ঘটনা। চলতি মাসের শুরুতে অ্যামাজোনাস ও রোরাইমা অঙ্গরাজ্যে কারা দাঙ্গার ঘটনায় অন্তত ১০০ বন্দি নিহত হয়।