ব্রাজিলের ২০০ বছর পুরনো জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্রাজিলের ২০০ বছর পুরনো জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

শেয়ার করুন

_103268667_mediaitem103268666বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রাজিলের ২০০ বছর পুরনো জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রিও ডি জেনেরোতে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অব ব্রাজিল নামের এই জাদুঘরটি দেশটির সবচেয়ে পুরনো বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান।

দমকলকর্মীরা ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জাদুঘরটিতে ২ কোটিরও বেশি বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ব্রাজিলের টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা আগুন দাউ দাউ করে জ্বলছে। ধারণা করা হচ্ছে, জাদুঘরটি বন্ধ করার পর আগুন লাগে এবং দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।  এই ভবনটি এক সময় পর্তুগিজ রাজ পরিবারের আবাস ছিল। এই বছরের শুরুতে জাদুঘরটি ২০০ বছর পূর্তি উদযাপন করেছিল।

ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমের এক টুইট বার্তায় ঘটনাটিকে সব ব্রাজিলিয়ানদের জন্য দুঃখের দিন বলে উল্লেখ করেছেন। তিনি আরও লিখেছেন, ভবনের ক্ষতি দিয়ে আমাদের ইতিহাসের মূল্য পরিমাপ করা যাবে না। জাদুঘরে আগুন লাগার ঘটনাকে সাংস্কৃতিক ট্র্যাজেডি বলে আখ্যায়িত করেছেন জাদুঘরটির পরিচালক। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।