ব্যর্থ অভ্যুত্থান : তুরস্কে ১০৪ সামরিক কর্মকর্তার যাবজ্জীবন

ব্যর্থ অভ্যুত্থান : তুরস্কে ১০৪ সামরিক কর্মকর্তার যাবজ্জীবন

শেয়ার করুন

160716161017-turkey-coup-attempt-homepage-3a-exlarge-169

বিশ্বসংবাদ ডেস্ক :

২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার দায়ে ১০৪ সামরিক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে তুরস্কের একটি আদালত।

তুরস্কের গণমাধ্যম জানায় সাধারণ যাবজ্জীবনের তুলনায় এই কর্মকর্তাদের যাবজ্জীবন কারাদণ্ডের শর্ত আরো কঠিন হবে। এর আগে অভ্যুত্থানের দায়ে অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের বিধান পুন:রায় চালু করার পক্ষে মত দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

ISTANBUL, TURKEY - JULY 29: People wave a giant Turkish Flag during a protest against Parallel State/Gulenist Terrorist Organization's failed military coup attempt at Sarachane in Istanbul, Turkey on July 29, 2016. Parallel State is a terrorist organization leaded by U.S.-based cleric Fetullah Gulen, who is accused of a long-running campaign to overthrow the state through infiltrating into Turkish institutions, particularly the military, police and judiciary, forming a parallel state. (Photo by Berk Ozkan/Anadolu Agency/Getty Images)

২০১৬ সালের ১৫ই জুলাই এরদোয়ানকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে পরিচালিত ব্যর্থ অভ্যুত্থান নিহত হয় ২৬০ জন ও আহত হয় ২ হাজার ২’শ জন। অভ্যুত্থান প্রচেষ্টার ঘটনায় ১ লাখ ৫০ হাজারের ওপর সরকারী কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয় ও প্রায় ৫০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়।