বোরকার উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করেছে মরক্কো

বোরকার উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করেছে মরক্কো

শেয়ার করুন

_93350400_1201fcf4-f24d-40c0-87cb-1ed2fec63064বিশ্বসংবাদ ডেস্ক :

নিরাপত্তার কারণ দেখিয়ে বোরকার উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করেছে মরক্কো। সোমবার ব্যবসায়ীদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে সরকার। এতে নির্দেশনা বাস্তবায়নে তাদের ৪৮ ঘন্টা সময় দেয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত স্থায়ী কি না তা জানায়নি কর্তৃপক্ষ।

সরকারী এক বিবৃতিতে জানানো হয়, বোরকা ব্যবহার করে দেশটিতে ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মরক্কোয় অধিকাংশ নারীই হিজাব ব্যবহার করেন। এতে মুখ খোলা থাকে। সরকারের এই সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে মানুষের মানবাধিকার লঙ্ঘনের অপচেষ্টা করছে মরক্কো সরকার। তবে অনেকেই একে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।