বৈরুত বন্দরে আংশিকভাবে কার্যক্রম চালু

বৈরুত বন্দরে আংশিকভাবে কার্যক্রম চালু

শেয়ার করুন

Boirut Port
বিস্ফোরণের এক সপ্তাহ পর লেবাননের বৈরুত বন্দরে আংশিকভাবে কার্যক্রম চালু হয়েছে।

স্থানীয় বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করতে জাহাজ থেকে পণ্য খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর আল জাজিরার

লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী রাউল নেহমে টুইটারে জানান, বৈরুত বন্দরে থাকা ১৬টি ক্রেনের মধ্যে ১২টি দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি লিখেছেন, লেবাননের মিলগুলোতে ৩২ হাজার টন ময়দা মজুত আছে। দুই সপ্তাহের মধ্যে সেখানে আরও ১১ হাজার টন ময়দার চালান পৌঁছানোর কথা। এতে যে পরিমাণ ময়দা মজুত হবে তা দিয়ে সামনের চার মাস কাটিয়ে দেওয়া যাবে।
গত ৪ আগস্ট বৈরুত বন্দরে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে কমপক্ষে ১৭১ জন নিহত হন। আহত হন ৬ হাজারের বেশি মানুষ। এছাড়া প্রায় ৬ হাজারের মত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার জেরে সাধারণ মানুষের অব্যাহত বিক্ষোভের মুখে দেশটির সরকার প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগেই দেশটির বিচারমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং পরিবেশ বিষয়ক মন্ত্রী পদত্যাগ করেন।