বেকারদের প্রতিমাসে ৫৮৭ ডলার ভাতা দেবে ফিনল্যান্ড

বেকারদের প্রতিমাসে ৫৮৭ ডলার ভাতা দেবে ফিনল্যান্ড

শেয়ার করুন

pd70416132-alamy-helsinki-large_trans_nvbqzqnjv4bq5yqlqqeh37t50scym4-zeerf_wk3v23h2268p_xkpxc

বিশ্বসংবাদ ডেস্ক :

বেকারদের প্রতিমাসে ৫৮৭ মার্কিন ডলার ভাতা দেবে ফিনল্যান্ড। দারিদ্র্য কমানো, কর্মসংস্থান বৃদ্ধি এবং বেকারদের আচরণ পর্যবেক্ষণই এর মূল উদ্দেশ্য।

সোমবার ফিনল্যান্ডের সমাজকল্যাণ বিভাগ একথা জানায়। প্রাথমিকভাবে দুই হাজার নাগরিককে বাছাই করে এই বেকার ভাতা দেওয়া হবে।

পহেলা জানুয়ারি থেকে এটি কার্যকর হয়েছে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনও বিধি নিষেধ থাকবে না। সরকারি তথ্য অনুযায়ী, ফিনল্যান্ডের বেসরকারি খাতে একজন কর্মীর গড় মাসিক আয় সাড়ে তিন হাজার ইউরো।

এই ভাতার আওতাধীন কোনও ব্যক্তি চাকরি পাওয়ার পরও প্রতিমাসের ৫৬০ ইউরো ভাতা পেতে থাকবেন। ফিনল্যান্ডের জনসংখ্যা প্রায় ৫৫ লাখ। দেশটিতে গত নভেম্বর মাসের তথ্য অনুযায়ী বেকার জনগোষ্ঠীর পরিমাণ দুই লাখ ১৩ হাজার।