বৃহত্তম বোমার আঘাতে নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে

বৃহত্তম বোমার আঘাতে নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অপারমাণবিক বোমার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯০ ছাড়িয়েছে। তাদের মধ্যে আইএস জঙ্গির সংখ্যাই প্রায় ৯০ জন বলে শনিবার জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

জিবিইউ-৪৩ নামে শক্তিশালী বোমাটি নাঙ্গাহারের পূর্বাঞ্চলে আচিন জেলায় আইএসবিরোধী যুদ্ধক্ষেত্রে নিক্ষিপ্ত হয়েছিল গত বৃহস্পতিবার রাতে। শনিবার ওই হামলার হতাহতের সংখ্যা জানিয়ে নাঙ্গাহার প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ খোজ্ঞানি বলেন, বোমা হামলায় নিহত ৯০ ছাড়িয়েছে। আর পাশের আচিন জেলার মুখপাত্র জানান, হামলায় ৯২ জঙ্গি নিহত হয়েছে।

হামলার পরপরই আফগান প্রশাসন এতে ৩৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল। তবে আগের মতো এখনও প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে, এ ঘটনায় কোনো সামরিক বা বেসামরিক লোকের প্রাণহানি হয়নি। হামলার পর যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়, বোমার আঘাতে জঙ্গিদের পাহাড়ের ভেতরে গড়া আস্তানা, সুড়ঙ্গ ও গুহা  ধ্বংস হয়ে গেছে।