বুরুন্ডিতে পুলিশ পাঠাবে জাতিসংঘ

বুরুন্ডিতে পুলিশ পাঠাবে জাতিসংঘ

শেয়ার করুন

29DEF992-3BFB-49B3-9D5D-58862A62FC4B_cx0_cy9_cw0_mw1024_s_n_r1

এটিএন টাইমস ডেস্ক:

সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে বুরুন্ডিতে পুলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হলে সংখ্যাগরিষ্ঠের ভোটে তা পাস হয়।

গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে পিয়েরে এনকুরুনজিজা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বুরুন্ডিতে সংঘাত ছড়িয়ে পড়ে। সে দেশে সরকার দল ও বিরোধীদের মধ্যে গত ছয় মাসের সংঘর্ষে অন্তত ৪শ’ ৫০ ব্যক্তির প্রাণহাণি ঘটেছে।

এছাড়া গৃহহীন হয়ে পড়েছে আরো ১০ লাখ মানুষ। বিরোধী দলগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট পিয়েরে তৃতীয়বার নির্বাচনে অংশ নেয়ার মধ্য দিয়ে ২০০৫ সালের শান্তিচুক্তির শর্ত লঙ্ঘন করেছেন।