বুধবার বৈরুত ফিরবেন হারিরি

বুধবার বৈরুত ফিরবেন হারিরি

শেয়ার করুন

_98806290_7d4461b0-49f8-4543-8dfa-f62ed1ad8efbবিশ্বসংবাদ ডেস্ক :

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি জানিয়েছেন, বুধবার তিনি বৈরুত ফিরবেন। ফেরার পর প্রেসিডেন্ট মাইকেল আওনের চলমান সংকট নিয়ে আলোচনার পর নিজের অবস্থান জানাবেন। শনিবার সৌদি আরব থেকে ফ্রান্সে পৌঁছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সাদ হারিরি জানান, কয়েকদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন। বুধবার লেবাননের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। প্রায় দুই সপ্তাহ আগে সাদ হারিরি সৌদি আরবের রাজধানী রিয়াদে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন।

এসময় তিনি ইরান ও হেজবুল্লাহ’র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন। এর আগে লেবাননের সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানান, তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং হারিরিকে প্যারিসে আসার আমন্ত্রণ জানিয়েছেন।