বিশ্বাসঘাতকতার কারণেই সালেহকে হত্যা করা হয়েছে: হুথি বিদ্রোহী

বিশ্বাসঘাতকতার কারণেই সালেহকে হত্যা করা হয়েছে: হুথি বিদ্রোহী

শেয়ার করুন

_99049925_9c56bfa2-8383-4568-8401-ba1873684b14বিশ্বসংবাদ ডেস্ক :

বিশ্বাসঘাতকতা’র কারণে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। সালেহ নিহত হওয়ার ঘটনাকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে নিজেদের জয় বলে উল্লেখ করেছে তারা।

অন্তত তিন বছর ধরে  হুথিদের সঙ্গে সম্পৃক্ত হয়ে সৌদি নেতৃত্বাদীন জোটের বিরুদ্ধে লড়াই করছিলেন সালেহ। কিন্তু হঠাৎ করে ইয়েমেনের চলমান গৃহযুদ্ধে পক্ষ পরিবর্তন করে ফেলেন তিনি। শুরু হয় হুথি ও সালেহ সমর্থকদের মধ্যে সংঘর্ষ।

টেলিভিসনে দেয়া এক বক্তব্যে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি দাবি করেন, সালেহর বিশ্বাসঘাতকতার কারণেই তার যোদ্ধারা সালেহকে হত্যা করেছে। এ ঘটনাকে তাদের জন্য বড় অর্জনের দিন  উল্লেখ করে ইয়েমেনিদের অভিনন্দন জানান মালিক।

তার দাবি, এটি এমন একটি দিন যে দিনে বেইমানি, ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা ব্যর্থ হয়েছে। এ দিনটিকে আগ্রাসনের বাহিনীর জন্য অন্ধকার দিন বলে উল্লেখ করেন মালিক।