খুলে দেয়া হল ডানা মেলা বাজ পাখি!

খুলে দেয়া হল ডানা মেলা বাজ পাখি!

শেয়ার করুন

_91283845_c93f0a4b-d813-43df-8bb7-b9737e6215f3
বিশ্বসংবাদ ডেস্ক :

তুর্কমেনিস্তানের রাজধানী অ্যাসগাবাটে উদ্বোধন হয়েছে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের; এটি দেখতে ডানা মেলা বাজপাখির মত।

দেশটির জাতীয় বিমান সংস্থার প্রতীকের সঙ্গে মিল রেখে বিমান বন্দরের ডিজাইন করা হয়েছে। নতুন এই বিমান বন্দরের ৫তলা ভবন তৈরিতে ব্যয় হয়েছে প্রায় আড়াই শো কোটি ডলার।

কর্তৃপক্ষ বলছে, নতুন এই বিমানবন্দরে প্রতি ঘণ্টায় ১৬শ’র বেশি যাত্রী আসা-যাওয়া ক্ষমতা রয়েছে। তবে স্বৈরতান্ত্রিক শাসন আর বিপুল প্রাকৃতিক শক্তির মজুদের জন্য বিখ্যাত দেশটিতে খুব কম বিদেশীই বেরাতে যান।

২০১৫ সালের সরকারী হিসেব অনুযায়ী, ওই বছর মাত্র ১ লাখ পাঁচ হাজার বিদেশী পর্যটক তুর্কমেনিস্তান ভ্রমণ করেছেন। বিভিন্ন শৈল্পিক স্থাপনা বা ভবনের জন্য খ্যাতি আছে অ্যাসগাবাটের। শহরে একটি প্রকাশনা সংস্থার অফিস রয়েছে; যার আকৃতি একটি খোলা বই এর মত।

এছাড়া শহরে বর্তমান প্রেসিডেন্ট এবং তার পূর্বসূরির বিশাল আকৃতির স্বর্ণ মূর্তি রয়েছে।