বিভক্তি ভুলে ঐক্যের ডাক ট্রাম্পের

বিভক্তি ভুলে ঐক্যের ডাক ট্রাম্পের

শেয়ার করুন

ScreenShot_20170824112954বিশ্বসংবাদ ডেস্ক :

বিভক্তি ভুলে ঐক্যের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রচারণামূলক এক শোভাযাত্রা্য় রাজনৈতিক প্রতিপক্ষ ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিষোদগারের একদিন পরই কথার সুর বদলে ফেললেন ট্রাম্প।

নাভাদা অঙ্গরাজ্যের রেনোতে দেয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেন, মার্কিনীরা সবাই এক মানুষ, এক দেশ ও একটি বিশাল পতাকার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের একে অপরের প্রতি কখনো বিশ্বাস হারালে চলবে না। ভুলে গেলে চলবে না আমরা কারা।

উন্নত ভবিষ্যতের জন্য চালিয়ে যেতে হবে অগ্রগতির অভিযাত্রা। চামড়ার বর্ণ, কর্মক্ষেত্র থেকে পাওয়া পারিশ্রমিক এবং রাজনৈতিক মতবিরোধ কখনই যেন আমাদের আলাদা করতে না পারে।

এ সময় কনভেনশন সেন্টারের বাইরে প্রতিবাদ জানান হাজার হাজার বিক্ষোভকারী। নাভাদায় এই বক্তৃতা দেয়ার একদিন আগেই অসৎ ও পক্ষপাতদুষ্ট উল্লেখ করে গণমাধ্যমের সমালোচনা করেন তিনি।