বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

শেয়ার করুন

bjm5qss_supreme-court_625x300_07_September_18বিশ্বসংবাদ ডেস্ক :

বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক অপরাধ নয় জানিয়ে রায় দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।  এনডিটিভি জানায়, আজ প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত ১৫৮ বছরের পুরনো একটি আইন বাতিল করে এই রায় দেন।

ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারার এ আইনে বলা হতো, কোনও ব্যক্তি যদি কোনও বিবাহিত নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে এবং তাতে ওই নারীর স্বামীর অনুমতি না থাকে, তাহলে ওই পুরুষের ৫ বছর পর্যন্ত জেল, জরিমানা হতে পারে। বৃহস্পতিবারের দণ্ডবিধির ৪৯৭ ধারাকে ‘সংবিধান বহির্ভূত’ হিসেবে অভিহিত করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

রায়ে আইনটিকে নারীদের জন্য অপমানজনক আখ্যা দিয়ে তিনি বলেন, এ আইনে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা হতো এবং এতে নারীকে তার স্বামীর সম্পত্তি হিসেবে গণ্য করা হত। আর এটি বিবাহবিচ্ছেদের একটি বড় কারণ হতে পারে, তা নিয়ে সংশয় নেই। তবে এটা কোনোভাবেই অপরাধ নয়।

১৮৬০সালে এই আইনটি করা হয়েছিল। যেখানে বিবাহিত নারীদের স্বামীর সম্পত্তি হিসাবে গণ্য করা হতো। এর আগে চলতি মাসেই সমকামিতাকে বৈধতা দিয়ে রায় দিয়েছিলো ভারতের সুপ্রিম কোর্ট।