বিক্রমাসিংহের সরকারের দুর্নীতি তদন্ত করবেন সিরিসেনা

বিক্রমাসিংহের সরকারের দুর্নীতি তদন্ত করবেন সিরিসেনা

শেয়ার করুন

71d4ee1fecc84b75b8497e6040da64e6_18
বিশ্বসংবাদ ডেস্ক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারে দুর্নীতি তদন্তে কমিশন গঠণের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

তিনি জানান, বিক্রমাসিংহকে অপসারণ করে তার স্থলে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নিয়োগ করে সংবিধান লংঘন করেননি। সাবেক সরকার দুর্নীতিতে জড়িত ছিল বলে তিনি অভিযোগ করেন।

সিরিসেনা বলেন : ২০১৫ সালে সরকার গঠনের পর থেকে যেসব দুর্নীতি ও জালিয়াতি হয়েছে তার তদন্ত করবে নতুন কমিশন। তিনি নিশ্চিত তদন্তে ওই সময়ের বহু দুর্নীতির চিত্র বেরিয়ে আসবে। প্রেসিডেন্ট সিরিসেনা আরো বলেন, মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন বর্তমান সরকার, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও, তিনি বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ দেবেন না।

গত ২৬ অক্টোবর বিক্রমাসিংহের বরখাস্তের পর থেকে শ্রীলংকায় বড় ধরনের রাজনৈতিক সংকট চলছে।