বিএসএফের গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত

বিএসএফের গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত

শেয়ার করুন
পাকিস্তানি সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত বিএসএফ জওয়ান গুরনাম সিংকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: এপি
পাকিস্তানি সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত বিএসএফ জওয়ান গুরনাম সিংকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: এপি

বিশ্ব সংবাদ ডেস্ক:

কাশ্মীরের হিরা-নগর সেক্টরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে পাকিস্তানের ৭ সেনা ও ১ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে বিএসএফ।

শুক্রবার কাশ্মীরের বিতর্কিত সীমান্তে গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। তবে পাকিস্তান তাদের কোনো সেনার প্রাণহানীর খবর অস্বীকার করেছে। বিএসএফের মুখপাত্র শুভেন্দু ভরদ্বাজ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত সীমান্তের ভেতরে জঙ্গি অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টা চালায় পাকিস্তান।

শুক্রবার ভোরের দিকে ভারত সীমান্ত লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি রেঞ্জার্স বাহিনী। জবাবে পাল্টা গুলি করে বিএসএফ। এতেই এক জঙ্গি ও সাত পাকিস্তানি সেনা নিহত হয়।

তবে ভারতের অভিযোগ নাকোচ করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া পাল্টা অভিযোগ করেছেন, বিনা উস্কানিতে ভারত গুলি চালিয়েছে। সাত সেনা হত্যার দাবি পুরোপুরি মিথ্যা।