বার্সেলোনা হামলায় নিহতদের স্মরণে মানুষের ঢল

বার্সেলোনা হামলায় নিহতদের স্মরণে মানুষের ঢল

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

বার্সেলোনায় গাড়ি হামলায় নিহতদের স্মরণ করলো হাজার হাজার মানুষ। বার্সেলোনা স্কয়ারে সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে সামিল হয়েছিলেন, স্পেনের রাজা, প্রধানমন্ত্রী ও কাতালানিয়ার স্থানীয় প্রেসিডেন্ট।

ঘটনাস্থলে ফুল দিয়ে ও মোমবাতি জ্বেলেছেন হতাহতদের স্বজনেরা। নীরবতা ছিল খেলার মাঠেও। কোন শান্তনায় বাঁধ মানে না এই স্বজনহারার কান্না। হাজারো মানুষের সমাবেশেও যেনো নি:সঙ্গ এই স্বজন হারানোরা।

হাজারো মোমবাতির আলোতেও শোকের গাঢ় আঁধার যেনো আরো ঘন। সন্ত্রাসী হামলার বিভিষিকায় যেনো এখনো আচ্ছন্ন কেমব্রিলসের আকাশ। নীরবতায় স্তব্ধ গোটা বার্সালোনা।

নিহতদের স্মরণে বার্সেলোনা স্কয়ারে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় ও কাতালানের স্থানীয় প্রেসিডেন্ট কার্লস পুইজেমোন্ত।

নীরবতা শেষেই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সব ছাপিয়ে উচ্চারিত হয় একটি শ্লোগান, আমরা ভীত নই। নীরবতা খেলার মাঠেও। কানায় কানায় পূর্ণ গোটা স্টেডিয়ামের ফুটবল প্রেমীদের যখন প্রিয় দলের সমর্থনে উল্লাসে ফেটে পড়ার কথা, তখন সেখানেও পিন পতন নীরবতা।

কোন সন্ত্রাসবাদই যেনো থামাতে পারবে না ফুটবলের পীঠস্থান বার্সালোনার কোন স্টেডিয়ামের কিক অফ। কারণ মাঠ এখন আরো অনেক বড়।