বার্সেলোনায় হামলার প্রধান সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

বার্সেলোনায় হামলার প্রধান সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

শেয়ার করুন

_97465890_y_comp_with_elpaisবিশ্বসংবাদ ডেস্ক :

বার্সেলোনায় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে ১৩ জনকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ইউনেস আবু ইয়াকুব পুলিশের গুলিতে নিহত হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার অভিযান পরিচালনার সময় এই ঘটনা ঘটে।

সে সময় ইয়াকুবের শরীরে বিস্ফোরক বেল্ট ছিল বলে জানিয়েছে স্পেনের সংবাদ মাধ্যমগুলো। তবে স্পেনের পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে প্রধান সন্দেহভাজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।_97467486_mediaitem97467484পুলিশ জানায়, এক ব্যক্তিকে পুলিশ চ্যালেঞ্জ করলে সে আল্লাহু আকবার বলে চিৎকার করে। বার্সেলোনা থেকে ২৫ মাইল দূরে সাবিরাতস এলাকায় এই ঘটনা ঘটে। গত ১৭ আগস্ট দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৪ জন নিহত হন।

এরপর স্থানীয় সময় মধ্যরাতের দিকে ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার চেষ্টা হলে পাঁচ সন্দেহভাজনকে হত্যার মধ্য দিয়ে তা ঠেকিয়ে দেওয়ার দাবি করে পুলিশ। ওই ঘটনায় সাতজন আহত হন।