বার্লিনে মার্কেটে ঢুকে পরল লরি, পিষ্ট হয়ে নিহত ১২

বার্লিনে মার্কেটে ঢুকে পরল লরি, পিষ্ট হয়ে নিহত ১২

শেয়ার করুন

_93037767_a376a5bc-be15-49b3-8c82-d80c2db496fcবিশ্বসংবাদ ডেস্ক :

বার্লিনের ক্রিসমাস মার্কেটে একটি লরির চাকায় পিস্ট হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত অর্ধশত মানুষ।

সোমবার সন্ধ্যায় রাজধানী বার্লিনের জনপ্রিয় ক্রিসমাস মার্কেটে কেনাকাটা করার সময় হঠাৎ করেই ভিড়ের মধ্যে একটি লরি ঢুকে পড়ে। এসময় লরির তলায় পিস্ট হয়ে হতাহতের এই ঘটনা ঘটে।_93038330_036961265-1এক প্রত্যক্ষদর্শী জানান, লরিটি খুবই দ্রুত গতিতে ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ওই ক্রিসমাস মার্কেটে প্রবেশ করে। এরইমধ্যে দুর্ঘটনার পর পলাতক থাকা লরি চালককে আটক করেছে জার্মান পুলিশ। তবে লরির সহকারী চালক মারা গেছেন। এখনো এই ঘটনার সঠিক কারণ জানা যায়নি।_93038491_mediaitem93038490এদিকে গত জুলাই মাসে ফ্রান্সে বাস্তিল দিবসের অনুষ্ঠানে এক তিউনিশিয়ান নাগরিক একই রকমভাবে একটি ১৯ টনি লরি নিয়ে ঢুকে পড়লে ৮৬ জন প্রাণ হারান। পরে ঐ হামলার দায় স্বীকার করে নেয় তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস।