বাবা-মার কাছে চিঠি লিখেছে গুহায় আটকে পড়া থাই কিশোররা

বাবা-মার কাছে চিঠি লিখেছে গুহায় আটকে পড়া থাই কিশোররা

শেয়ার করুন

0a45957824be42abad49d695656f287c_18বিশ্বসংবাদ ডেস্ক :

বাবা-মা’র কাছে চিঠি লিখেছে থাইল্যান্ডে প্রায় দুই সপ্তাহ ধরে গুহায় আটকে থাকা কিশোর ফুটবলাররা।

চিঠিতে খুদে ফুটবলাররা স্বজনদের উদ্দেশে লিখেছে, ‘চিন্তা করো না… আমরা সবাই শক্তিশালী। হাতে লেখা ওই চিঠিতে, ফ্রাইড চিকেনসহ বিভিন্ন ধরনের খাবারের আবেদন জানিয়েছে কিশোররা। একটি চিঠিতে এক কিশোর লিখেছে, ‘শিক্ষক, আমাদেরকে অনেক বেশি হোমওয়ার্ক দেবেন না’।

এদিকে, কিশোর ফুটবলারদের কোচ নিজের ভুলের জন্য এক চিঠিতে কিশোরদের বাবা-মা’র কাছে ক্ষমা চেয়েছেন। ২৫ বছর বয়সি কোচ এককাপল চানটাওং বলেন, কিশোরদের প্রিয় অভিভাবকগণ, খুদে ফুটবলাররা সবাই ভালো আছে। উদ্ধারকারী দলের সদস্যরা ভালো আচরণ করছেন। তিনি শপথ করছেন, কিশোরদের নিরাপত্তায় সাধ্যমতো চেষ্টা করবেন। যারা সহায়তার জন্য হাত বাড়িয়েছেন, সবাইকে ধন্যবাদ।

গত ২৩ জুন থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ আটকে পড়ে। দু’সপ্তাহের মধ্যে এই প্রথম আটকে পড়া কিশোররা, তাদের স্বজনদের কাছে চিঠি পাঠাতে সক্ষম হলো। এরআগে চলতি সপ্তাহে টেলিফোন যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়, উদ্ধারকারীরা।