বাণিজ্য বাধা কমাতে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি

বাণিজ্য বাধা কমাতে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি

শেয়ার করুন

5018বিশ্বসংবাদ ডেস্ক :

বাণিজ্য বাধা কমিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সংগে কাজ করতে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র।

ইউরোপীয় কমিশনের প্রধান জিন-ক্লড জাংকারের সংগে এক বৈঠকের পর এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাড়ীর যন্ত্রাংশ ছাড়া অন্যান্য শিল্প পণ্যের শুল্কের হার শূন্যতে নামিয়ে আনার ব্যাপারে কাজ করবে ইইউ ও যুক্তরাষ্ট্র।

সেবা ও কৃষির ক্ষেত্রে বাণিজ্য বাড়াতেও একমত হয়েছে উভয়ই। এতে করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিনের রপ্তানি বৃদ্ধি পাবে। এমন একসময়ে এই চুক্তি করা হলো যখন বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।