ফ্রান্সে ২০ টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে

ফ্রান্সে ২০ টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

উগ্র মতবাদের উত্থান ঠেকাতে গত কয়েক মাসে অন্তত ২০ টি মসজিদ বন্ধ করেছে ফ্রান্স সরকার।

সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ বলেছেন, উগ্রপন্থী মতবাদের বিকাশ ঠেকাতে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে, আরও কয়েকটি মসজিদ বন্ধ করে দেয়ার পরিকল্পনা করেছে সরকার।

শার্লি হেবদো, প্যারিস, নিস এবং চার্চে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাজেনোভ। ফ্রান্সের মসজিদগুলোতে বিদেশ থেকে আসা অর্থ, উগ্রবাদী মতবাদ উৎসাহিত করতে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ক্যাজেনোভ বলেছেন, তিনি মসজিদে অর্থের ব্যাবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে চান। এদিকে, ফ্রান্সের মুসলিম কাউন্সিলের প্রধান আনোয়ার কেইবেখ বলেছেন, মসজিদগুলোতে অর্থ বরাদ্দ দিতে এক মাসের মধ্যে নতুন একটি ফাউন্ডেশন গঠন করা হবে। গত কয়েক বছরে ইউরোপ জুড়ে বেশ কয়েকটি বড় হামলার পর, গোটা ইউরোপজুড়ে সতর্কাবস্থা জারি রয়েছে।