ফ্রান্সে সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার, আইফেল টাওয়ার বন্ধ

ফ্রান্সে সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার, আইফেল টাওয়ার বন্ধ

শেয়ার করুন

_104696819_051048947-1বিশ্বসংবাদ ডেস্ক :

ফ্রান্সে সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার। শনিবার আইফেল টাওয়ার, ল্যুভর মিউজিয়াম, অরসে মিউজিয়াম, দুটি অপেরা এবং গ্র্যান্ড পালাইসসহ আরও কিছু দর্শনীয় এলাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ বলেছেন, আন্দোলন যাতে গত সপ্তাহের মত সহিংস রুপ নিতে না পারে সেলক্ষে সারা দেশে ৮৯ হাজার পুলিশ মোতায়েন থাকবে। রাজধানী প্যারিসেও নিয়োজিত থাকবে হাজার হাজার নিরাপত্তা কর্মী।

দেশটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সেবার মুল্যবুদ্ধির প্রতিবাদে চার সপ্তাহ জুড়ে চলছে সরকারবিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি অ্যাক্ট-4 নামে পরিচিত। এখন দেশটির সরকার এখন বেশকিছু বিষয়ে ছাড় দিতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী সিনেটে সর্বনিম্নমজুরির শ্রমিকদের জন্য তার নতুন পরিকল্পনা তুলে ধরেছেন। এছাড়া, অর্থমন্ত্রী ব্রুনো লি ম্যারি, দ্রুত পারিবারিক কর কমানোর ঘোষণা দিয়ে বলেন, শ্রমিকদের বোনাস হবে করমুক্ত।