ফ্রান্সের স্ট্রাসবার্গে বন্দুকধারীদের গুলিতে দুই জনের প্রাণহানি

ফ্রান্সের স্ট্রাসবার্গে বন্দুকধারীদের গুলিতে দুই জনের প্রাণহানি

শেয়ার করুন

_104743667_tv051135992
বিশ্বসংবাদ ডেস্ক :

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবার্গে বন্দুকধারীদের গুলিতে দুই জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন।

সেন্ট্রাল স্কয়ারে ক্রিসমাস মার্কেটের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে।  বন্দুকধারীকে সনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে বন্দুকধারীও আহত হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তাৎক্ষনিকভাবে এ ঘটনার তদন্ত শুরু করেছে ফ্রান্সের কাউন্টার টেরোরিজম ইউনিট।

ঘটনার পরপর ক্রিসমাস মার্কেট ঘিরে রাখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে বন্ধ করে দেয়া হয় শহরের ট্রাম সার্ভিস। আশপাশের আবাসিক এলাকার বাসিন্দাদের ঘরের বাইরে বের না হতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে বেশ কিছুদিন ধরেই ইসলামী চরমপন্থীরা এই ক্রিসমাস মার্কেটে হামলার হুমকি দিয়ে আসছিল।