ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন: শেষ টিভি বিতর্কে এগিয়ে ইমানুয়েল

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন: শেষ টিভি বিতর্কে এগিয়ে ইমানুয়েল

শেয়ার করুন

_95896260_hi039296951বিশ্বসংবাদ ডেস্ক :

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন প্রচারিভাযানে উগ্র ডানপন্থী প্রার্থী মেরিন ল্য পেনের সঙ্গে শেষ টিভি বিতর্কে, প্রাথমিক দর্শক জরিপে জয়ি হয়েছেন ইমানুয়েল ম্যাখোঁ।

বিবিসি জানায়, অর্থনীতি-কর্মসংস্থান ইস্যুতে ১শ ৬০ মিনিটের এই টিভি বিতর্কে দুই প্রার্থী একে অপরকে দোষারোপ করেন। এমনকি অপমান করতেও ছাড়েন নি। জরীপে ৬৩ শতাংশ দর্শকও মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাখোঁকে সবচেয়ে বিশ্বাসযোগ্য বলে মতামত দেন। বিতর্কে ম্যাখোঁ তার প্রতিদ্বন্দ্বী উগ্র ডানপন্থী মেরিন ল্য পেনকে নির্লজ্জ বলেন। ম্যাখোঁর ভাষায়, ল্য পেনের কৌশল মিথ্যায় পরিপূর্ণ এবং একটি লজ্জাহীন সিস্টেমের অংশ।

অন্যদিকে ল্য পেন তার প্রতিদ্বন্দ্বী ম্যাখোঁকে ‘বর্বর বিশ্বায়নের প্রার্থী’ হিসেবে উল্লেখ করেন। যদিও নেতৃত্বের অবস্থানে একে অপর থেকে সামান্য ব্যবধানে রয়েছেন, তবুও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় বেশ এগিয়ে আছেন ম্যাখোঁ। আগামী রোববার নির্বাচনে দুজনেরই লক্ষ্য থাকবে অনিশ্চিত ১৮ শতাংশ ভোটারদের উপর।