ফ্রান্সের গির্জায় হামলাকারী আগে থেকেই নজরদারিতে ছিলো

ফ্রান্সের গির্জায় হামলাকারী আগে থেকেই নজরদারিতে ছিলো

শেয়ার করুন

160727093812-france-normandy-attack-exlarge-169

এটিএন টাইমস ডেস্ক:

ফ্রান্সের গির্জায় হামলাকারী আদেল কারমিশে আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিন্স জানান, ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর রুয়াঁর একটি গির্জায় পাদ্রিকে হত্যাকারী  হামলাকারীদের একজনের পরিচয় পাওয়া গেছে। ১৯ বছর বয়সী ওই হামলাকারীর নাম আদেল কারমিশে। গত বছর সিরিয়ায় যাওয়ার চেষ্টা করার সময় পরপর দুইবার তাকে আটক করা হয়েছিল। তবে আরেক হামলাকারীর পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার ফ্রান্সের উত্তরাঞ্চলের সেন্ট ইটেনি দ্যু রৌভরে একটি গির্জায় ৮৪ বছর বয়েসি এক ধর্মজাযককে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে ২ জন অস্ত্রধারী। পরে পুলিশের গুলিতে নিহত হয় ওই দুই জঙ্গি।

পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় গির্জায় উপস্থিত ধর্মজাযক ও দুই সেবিকা ছাড়াও কয়েকজন প্রার্থনাকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই দুই জঙ্গি। পরে এই হামলার দায় স্বীকার করে আইএস।