ফিলিস্তিনের একটি বেদুইন গ্রাম নিশ্চিহ্ন করতে যাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনের একটি বেদুইন গ্রাম নিশ্চিহ্ন করতে যাচ্ছে ইসরায়েল

শেয়ার করুন

Israeli policemen detain a Palestinian girl in the Palestinian Bedouin village of al-Khan al-Ahmar near Jericho in the occupied West Bank July 4, 2018. REUTERS/Mohamad Torokman - RC1B2BE679F0

বিশ্বসংবাদ ডেস্ক :

দখলকৃত ফিলিস্তিনের একটি বেদুইন গ্রাম নিশ্চিহ্ন করতে ইসরায়েল উদ্যোগ নিয়েছে বলে দাবি করেছে সেখানকার বাসিন্দা ও মানবাধিকার কর্মীরা।

তাদের দাবি ইসরায়েল পশ্চিম তীরের কৌশগলগতভাবে গুরুত্বপূর্ণ খান আল-আহমার গ্রামটি নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। সেখানকার ১৭৩জন বাসিন্দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার গ্রামটিতে যাওয়ার প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে তারা। বুধবার সেখানে একটি বুলডোজারসহ ভারী যন্ত্রপাতির সমাবেশ ঘটিয়েছে ইসরায়েলি সেনারা। আশঙ্কা করা হচ্ছে বন্ধ করে দেওয়া রাস্তাটি ধংস করে ফেলা হবে।

ইসরায়েলি মানবাধিকার গ্রুপ বি’টেসেলেম এর মুখপাত্র অমিত গিলাটজ বলেছেন, বৃহস্পতিবার ধংস করে দেওয়ার মতো অবকাঠামোগত কাজ আর বাসিন্দাদের জোর করে স্থানান্তর করার কাজ নিয়ে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। এটি ধংস করে ফেলার বিরুদ্ধে করা আপিল গত মে মাসে খারিজ করে দিয়েছে ইসরায়েলি সুপ্রিম কোর্ট।