ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও দ্বীপে সামরিক আইন জারি

ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও দ্বীপে সামরিক আইন জারি

শেয়ার করুন

Captureবিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত দ্বীপ মিন্দানাওয়ে সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

সম্প্রতি সরকারী বাহিনীর সঙ্গে মুসলিম বিদ্রোহী বাহিনীর বন্দুকযুদ্ধের পর তিন সেনাসদস্য প্রাণ হারায়। এরপর শতাধিক সশস্ত্র মুসলিম বিদ্রোহী আত্মসমর্পণ করেন। এই ঘটনার পরই মিন্দানাওয়ে সামরিক আইন জারির ঘোষণা দেন দুতের্তে।

চার দিনের রাশিয়া সফরে থেকেই জরুরি ভিত্তিতে প্রেসিডেন্টের দেয়া এই ঘোষণা আগামী ৬০ দিন বলববৎ থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র আর্নেস্তো এবেলা।

তিনি সাংবাদিকদের জানান : পুরো মিন্দানাও দ্বীপের সুরক্ষায় দুই মাসের সামরিক আইন জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে। কারণ এখনো সেখানে বিদ্রোহীদের উপস্থিতি রয়েছে। প্রেসিডেন্টের মুখপাত্র বলেন : বিদ্রোহীদের নির্মূল করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, রাশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।