ফার্ক বিদ্রোহীদের প্রত্যাখান করল কলম্বিয়াবাসী

ফার্ক বিদ্রোহীদের প্রত্যাখান করল কলম্বিয়াবাসী

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক :

ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছে কলম্বিয়ার সাধারণ জনগণ। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি জানাচ্ছে, কলম্বিয়া সরকারের সঙ্গে দেশটির ফার্ক বিদ্রোহীদের যে শান্তি চুক্তি স্বাক্ষরিত  হয়েছিল, তা বাতিল হয়েছে গণভোটে।

রোববারে অনুষ্ঠিত এ গণভোটের ফলাফলে দেখা গেছে, কলম্বিয়ার ৫৩ শতাংশ মানুষ শান্তিচুক্তির বিপক্ষে। এই ফলাফল এমন সময় এল, যখন ফার্ক প্রধান ইভান মার্কেজ গৃহযুদ্ধ অবসানের অঙ্গীকারের কথা জানিয়েছিলেন। তবে, দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস ঘোষণা করেছেন, ফলাফল যাই হোক, সরকার শান্তিচুক্তির পক্ষে এবং জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।

এদিকে, এই চুক্তির সমর্থকরা হতাশায় ভেঙ্গে পড়লেও চুক্তি বিরোধীরা রাস্তায় নেমে উল্লাস করেছে। সম্প্রতি ঐতিহাসিক এ চুক্তির ফলে অস্ত্র সমর্পণ করা শুরু করে ফার্ক বিদ্রোহীরা। এতে করে মাদক ব্যবসায় তাদের সম্পৃক্ততার অবসান ঘটার পাশাপাশি তারা দেশের মূলধারার রাজনীতিতে ফিরে আসত বলে আশা করছিলেন বিশ্লেষকরা।

৫২ বছর ধরে চলা এই সংঘাতে দুই লাখ কুড়ি হাজার মানুষ প্রাণ হারায় এবং ৫ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।