প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দুর্নীতির কেলেংকারির ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের পদত্যাগের দাবিতে আজো দেশটির রাজধানী সিউলে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকরা বলছেন, শনিবারের বিক্ষোভে রাজধানী কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে। এছাড়া দেশের বিভিন্ন শহরে আয়োজিত বিক্ষোভেও অংশ নিচ্ছে আরো হাজার হাজার মানুষ।

প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের পদত্যাগের দাবিতে দক্ষিণ কোরিয়ায় টানা চার সপ্তাহ ধরে বিক্ষোভ চলে আসছে। এই গণবিক্ষোভ পার্কের সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেও, পদত্যাগের দাবি প্রত্যাখান করেছেন প্রেসিডেন্ট পার্ক গিউন।

৮০’র দশকের গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর থেকে দক্ষিণ কোরিয়ায় এটিকে সবচেয়ে বড় গণসমাবেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিক্ষোভ কর্মসূচি এ পর্যন্ত শান্তিপূর্ণ হলেও, সিউলে গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

এদিকে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু চই সন-সিলকে, অবৈধভাবে আর্থিক সুবিধা দিতে ভূমিকা রেখেছেন।