প্রধানমন্ত্রী সাদ হারিরিকে ফিরতে না দেয়ার সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে লেবানন

প্রধানমন্ত্রী সাদ হারিরিকে ফিরতে না দেয়ার সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে লেবানন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

প্রধানমন্ত্রী সাদ আল হারিরিকে লেবাননে ফিরতে না দেওয়ার কারণ জানাতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইকেল আউন।

শনিবার লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে এ ব্যাখ্যা চেয়েছে। বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট বলেন, দুই রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তি ও প্রচলিত নিয়ম বহির্ভূতভাবে দেশের প্রধানমন্ত্রী যে পরিস্থিতিতে পড়েছেন তা মেনে নেবে না লেবানন। লেবানন মনে করে, প্রধানমন্ত্রী সাদ হারিরিকে আটক রেখেছে সৌদি আরব।

৪ নভেম্বর সৌদি আরবে থাকা অবস্থায় এক টেলিভিশন ভাষণে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ জানান : সৌদি আরবের চাপেই তিনি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার লেবানন থেকে সব সৌদি নাগরিককে ফিরে আসতে বলেছে রিয়াদ। লেবাননের আশঙ্কা সৌদি আরব ও ইরানের রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে পড়েছে তারা।