প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়েই হারিরিকে স্বাগত জানাবে ফ্রান্স

প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়েই হারিরিকে স্বাগত জানাবে ফ্রান্স

শেয়ার করুন

_98806290_7d4461b0-49f8-4543-8dfa-f62ed1ad8efbবিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি আরবে গিয়ে পদত্যাগের ঘোষণা দেয়া লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে স্বাগত জানাবে ফ্রান্স।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ জানান, হারিরিকে অল্প কয়েকদিনের মধ্যেই লেবাননে ফেরত পাঠানোর ব্যাপারে তিনি আশাবাদী। শুক্রবার সুইডেনের গোথেনবার্গে এক অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট বলেন, পদত্যাগের ঘোষণা দেয়ার পরও তিনি হারিরিকে প্রধানমন্ত্রীর সম্মান দিয়েই স্বাগত জানাতে চান। কারণ ওই পদত্যাগপত্র এখনও লেবানন গ্রহণ করেনি।

শনিবার প্যারিসে হারিরি ও তার পরিবারের সদস্যদের ফরাসি প্রেসিডেন্টের ম্যাখোঁর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। গত বুধবার ম্যাখোঁ এক বিবৃতিতে হারিরিকে ফ্রান্স সফরের আমন্ত্রণের কথা জানান। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পর এই আহ্বান জানান তিনি।