প্রথমবারের মত শান্তি আলোচনায় তালেবান

প্রথমবারের মত শান্তি আলোচনায় তালেবান

শেয়ার করুন

QZK3STHEBEI6RD27UVJUP5EHMIবিশ্বসংবাদ ডেস্ক :

রাশিয়ার আয়োজনে প্রথমবারের মতো শান্তি আলোচনায় অংশ নিয়েছে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান। আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে সরাসরি শান্তি আলোচনার অনুকূল পরিবেশ গড়াই এর লক্ষ্য।

মস্কোয় অবস্থান করছে তালেবানের শীর্ষ একটি দল। রয়েছে আফগানিস্তান হাই পিস কাউন্সিলের সদস্যরা। তবে তারা আফগান সরকারের অংশ নয়। এছাড়াও যুক্তরাষ্ট্র, ভারতসহ অন্তত ১২টি দেশ সম্মেলনে অংশ নিচ্ছে।

সম্মেলনে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী তালেবান। তবে আফগান হাই পিস কাউন্সিলের মুখপাত্র বলেছেন, তারা সরাসরি আলোচনার বিষয়টি নিয়ে তালেবানের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে এ আলোচনার জন্য স্থান এবং সময় নির্ধারণ করতে বলেছেন। এখনই কোনো ফল আসবে বলে আশা করছেন না পর্যবেক্ষকরা।