প্রথমবারের মতো সৌদি সরকারকে দায়ী করলেন এরদোয়ান

প্রথমবারের মতো সৌদি সরকারকে দায়ী করলেন এরদোয়ান

শেয়ার করুন

খাশোগিবিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যায় প্রথমবারের মতো সৌদি সরকারকে দায়ী করলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

ওয়াশিংটন পোস্টে লেখা এক আর্টিকেলে তিনি জানান, এখন সবাই বুঝতে পারছে খাসোগিকে হত্যার নির্দেশ এসেছিল সৌদি সরকারের শীর্ষ পর্যায় থেকেই।

তবে তুরস্ক-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকটি বিবেচনায় রেখে তিনি আর্টিকেলে উল্লেখ করেছেন, এই হত্যাকাণ্ডে বাদশা সালমান বিন আব্দুল আজিজ জড়িত নন। এরদোয়ান বলেছেন, সৌদি সরকারের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া এই নৃশংসতা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের মূল হোতার মুখোশ উন্মোচন করার কথাও লেখায় উল্লেখ করেছেন এরদোয়ান।

এদিকে, খাসোগির মৃতদেহ অ্যাসিড দিয়ে গলিয়ে দেয়া হয়েছে বলে মনে করছেন তুরস্কের প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আকতে। শুক্রবার হুরিয়াত নামের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি এই দাবি করেন।