প্যারিস জলবায়ু চুক্তি চীনা আইনসভায় অনুমোদন

প্যারিস জলবায়ু চুক্তি চীনা আইনসভায় অনুমোদন

শেয়ার করুন

_91014932_china

বিশ্বসংবাদ ডেস্ক:

প্যারিস জলবায়ু চুক্তি অনুমোদন করেছে চীনের শীর্ষ আইনসভা।

শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে। বিশ্বে জলবায়ু পরিবর্তনকারী কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে চীন। তারপরই যুক্তরাষ্ট্রের অবস্থান।

জি-২০ সম্মেলনের কয়েক সপ্তাহ আগে চীন ও যুক্তরাষ্ট্র একসঙ্গে প্যারিস জলবায়ু চুক্তিকে সমর্থনের ঘোষণা দেয়ার কথা রয়েছে। গত বছরের ডিসেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু চুক্তি চূড়ান্ত করা হয়।

এতে কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমিয়ে বৈশ্বিক উষ্ণতাকে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে না দেয়ার বিষয়ে সম্মত হয় সম্মেলনে অংশ নেয়া অধিকাংশ দেশ। কিন্তু শক্তিধর দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনে এ বিষয়ে তখন পর্যন্ত সম্মতি জানায়নি।

প্যারিস জলবায়ু চুক্তিটিকে আইনে পরিণত করতে বিশ্বের ৫৫ ভাগ বা তার বেশি কার্বন নির্গমনকারী দেশগুলোকে চুক্তিটি সমর্থন করতে হবে। বিশ্বে শতকরা ৪০ ভাগ কার্বন নি:সরণকারী দুটি দেশ চীন ও যুক্তরাষ্ট্র চুক্তিটিকে সমর্থন দিলে কার্বণ নিঃসরণ অনেক কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।