প্যারাডাইস পেপার্স ফাঁস: রানির ক্ষমা চাওয়া উচিত

প্যারাডাইস পেপার্স ফাঁস: রানির ক্ষমা চাওয়া উচিত

শেয়ার করুন

jeremy corbyn queenবিশ্বসংবাদ ডেস্ক :

ব্যক্তিগত সম্পদ অফশোর কোম্পানিতে বিনিয়োগ করে থাকলে, রানি দ্বিতীয় এলিজাবেথের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির ঘটনায় রানি এলিজাবেথের নাম এসেছে। ১২০ রাজনৈতিক নেতার নাম রয়েছে এ তালিকায়। কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি আয়োজিত অনুষ্ঠানে করবিন বলেন, শুধু রানি নন, কর ফাঁকির জন্য অফশোর কোম্পানিতে যারাই বিনিয়োগ করেছেন, সবারই ক্ষমা চাওয়া উচিত। এ বিষয়ে স্পষ্ট তদন্ত করা উচিত।

তিনি আরও বলেন, শুধু ক্ষমা চাইলেই হবে না, কর ফাঁকি দিয়ে অফশোর কোম্পানিতে বিনিয়োগের ফলে বিনিয়োগের ফলে ব্রিটিশ সমাজে কি ধরনের প্রভাব পড়ছে, তাও চিহ্নিত করতে হবে। ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যক্তিগত অর্থের প্রায় এক কোটি পাউন্ড অফশোর কোম্পানিতে বিনিয়োগ হয়েছে। এসব অর্থে কেম্যান আইল্যান্ড ও বারমুডায় রানির নামে আলাদা তহবিল তৈরি করা হয়েছে।