প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারি : ট্রাম্প-রাশিয়া যোগসাজশ

প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারি : ট্রাম্প-রাশিয়া যোগসাজশ

শেয়ার করুন

Paradise-Papers-2বিশ্বসংবাদ ডেস্ক :

নতুন প্যারাডাইস পেপার্স কেলেংকারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী উইলবর রসের নাম আসায় রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসাজসের বিষয়টি আরো জোরালো হয়েছে। যদিও উইলবর রস বিষয়টি অস্বিকার করে বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যেনীতি বহির্ভূত কিছু ঘটেনি।

ওই তালিকায় নাম থাকায় সমালোচনার মুখে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়া বিশ্বের অন্তত ১২০ জন রাজনীতিক, ভারতের চলচ্চিত্র তারকা অমিতাভ বচ্চনসহ দেশটির ৭১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও রয়েছে এই তালিকায়। ইতোমধ্যে ট্রাম্পের সাবেক নির্বাচনী ব্যবস্থাপক পল ম্যানাফোর্টসহ দুইজনের বিরুদ্ধে রুশ তদন্তে অভিযোগ গঠন করা হয়েছে।

ফাঁস হওয়া দলিলপত্রে দেখা গেছে, মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রসের এমন একটি কোম্পানিতে শেয়ার আছে যার সাথে ক্রেমলিনের সম্পর্ক রয়েছে। উইলবর যদিও অন্যায় কিছু করেননি, কিন্তু এই তথ্য প্রকাশ পাওয়াটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অস্বস্তিকর হতে পারে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা।