পেরুতে ভূমিকম্পে ৯ জন নিহত

পেরুতে ভূমিকম্পে ৯ জন নিহত

শেয়ার করুন

_90799610_034708105-1

বিশ্বসংবাদ ডেস্ক :

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯ জন নিহত হয়েছেন। রোববার রাত দশটার দিকে দেশটিতে ভূমিকম্প হয়। এতে এক মার্কিন পর্যটকও নিহত হয়েছেন।

ভূমিকম্পে অ্যারিকুইপা অঞ্চলের অন্তত ৮০টি বাড়ি বিধস্ত হয়েছে। পাহাড়ি অনেক এলাকায় ভূমিধ্বস হয়েছে। ভেঙে গেছে রাস্তা। ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। আশপাশের গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এর নিচে কেউ চাপা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখছে উদ্ধারকারী দল।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য খাবার ও অন্যান্য ত্রাণ সাহায্য পাঠানো হয়েছে। অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

অ্যারিকুইপার গভর্নর ইয়ামিলা ওসোরিও দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। ভূমিকম্পের কয়েক ঘন্টা আগে দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুকজিনস্কি তীব্র শীতের কারণে ঘটা ক্ষয়ক্ষতি দেখতে এলাকাটি পরিদর্শনে গিয়েছিলেন।

পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়। ২০০৭ সালে ৮ মাত্রার এক ভূমিকম্পে উপকূলীয় এলাকায় প্রায় ৬শ মানুষ প্রাণ হারিয়েছিল।