পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করেছে ওআইসি

পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করেছে ওআইসি

শেয়ার করুন

171213173343-erdogan-oic-istanbul-exlarge-169বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে প্রত্যাখান করে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা করেছে, মুসলিম দেশগুলোর বড় সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন ওআইসি।

মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ তাদের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক সমপ্রদায়কে সমর্থণ করার আহবান জানিয়েছেন। দেশগুলোর মধ্যে কঠোর অবস্থান নিয়েছে তুরস্ক। কূটনৈতিক দিক থেকে প্রত্যাখানের শিকার হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার মিত্র দেশ ইসরাইল।

বুধবার বিশেষ শীর্ষ সম্মেলনের পর ওআইসি এক বিবৃতিতে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করার ঘোষণা দেয়। এই পদক্ষেপ আন্তর্জাতিক বিশ্বকে অনুসরণ করার আহবান জানায় সংস্থাটি।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’উল্লেখ করে ওআইসি পূর্ব জেরুজালেমে ইসরাইলি শাসনের অবসান ঘটাতে জাতিসংঘের প্রতি আহবান জানায়। ওআইসি জানায়, তারা দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানে বিশ্বাসী।

এর আগে বুধবার ওআইসি মহাসচিব ইউসেফ আল হুথাইমিন মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম বিশ্বকে আহবান জানান।