পুলিশি বাধার মধ্যে স্বাধীনতার প্রশ্নে ক্যাতালোনিয়ায় চলছে গণভোট

পুলিশি বাধার মধ্যে স্বাধীনতার প্রশ্নে ক্যাতালোনিয়ায় চলছে গণভোট

শেয়ার করুন

_98092386_042109562-1বিশ্বসংবাদ ডেস্ক :

গণভোটকে সামনে রেখে মুখোমুখি অবস্থান নিয়েছে স্প্যানিশ সরকার এবং কাতালোনিয়ার অধিবাসীরা। স্পেনের কাছ থেকে স্বাধীনতা পেতেই আজ এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গতকাল গণভোটের পক্ষে মিছিলে অংশ নেয় লাখখানেক মানুষ।

এদিকে স্পেন সরকার এ ধরনের গণভোটকে বেআইনি উল্লেখ করে গণভোট ঠেকাতে সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা ছেয়ে গেছে পুলিশে। অপরদিকে গণভোটের সমর্থকরা ভোটকেন্দ্রগুলো দখল করা শুরু করেছে।_98091017_042107571বুধবার স্পেনের একটি আদালত গণভোটের জন্য সরকারি ভবন ব্যবহার প্রতিরোধের নির্দেশ দিয়েছিল। কিন্তু গণভোটের সমর্থক কর্মীরা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে ভোটের জন্য স্কুল ভবনগুলো শান্তিপূর্ণভাবে দখল করে নেয়।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতালোনিয়ায়  প্রায় ৭৫ লাখ মানুষের বাস।  অঞ্চলটির নিজস্ব ভাষা রয়েছে। স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিত্তশালী প্রদেশটির রাজধানী বার্সেলোনা। এই শহর একই সাথে ফুটবল ও পর্যটনের কারণে অত্যন্ত জনপ্রিয়।