পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: ট্রাম্প

পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: ট্রাম্প

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার এক টুইট বার্তায় তিনি জানান: এপেক শীর্ষ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময়টি ছিল অসাধারণ। গত নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেনি বলে আবারো জানান ট্রাম্প। টুইট বার্তায় তিনি লিখেছেন : ঘৃণাকারী আর বোকারা কখন বুঝবে যে, রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখা সবার জন্য মঙ্গল। যে কোনো কিছুতে রাজনীতি করা দেশের জন্য ভাল নয়।

ট্রাম্প লিখেছেন, তিনি উত্তর কোরিয়া, সিরিয়া, ইউক্রেন এবং সন্ত্রাসবাদ নিরসনের চেষ্টা করছেন এবং পুতিন সর্বতোভাবে তাকে সহযোগিতা করছেন।

এদিকে, আরেক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানান : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তাকে বৃদ্ধ বলেছেন। এতে তিনি অপমানিত হননি। ট্রাম্প বলেন : তিনি তো তাকে কখনো খাটো ও মোটা বলেননি। বরং তার বন্ধু হওয়ার চেষ্টা করেছেন।