পুতিনের প্রতি ভালোবাসা বা ঘৃণা কোনোটাই নেই: ট্রাম্প

পুতিনের প্রতি ভালোবাসা বা ঘৃণা কোনোটাই নেই: ট্রাম্প

শেয়ার করুন

trump-putin-point

বিশ্বসংবাদ ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ভালোবাসা বা ঘৃণা কোনাটাই নেই বলে মন্তব্য করেছেন, রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নাভাদা রাজ্যে নির্বাচনি প্রচারসভায় এই মন্তব্য করে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। বিষয়টি নির্ভর করছে মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর।

অবশ্য এর কয়েক মাস আগেই পুতিন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তাকে ওবামার চেয়ে ভালো প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। ওইসময় ডেমোক্রেট শিবির থেকে ওই মন্তব্যের তীব্র সামলোচনাও করা হয়। তবে দু’দিন আগে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীদের টেলিভিশন বিতর্কে, পুতিনের সমালোচনা করেছেন ট্রাম্পের দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর মাইক পেন্স।

বিতর্কে সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়ার জড়িয়ে পড়ার বিষয়ে পুতিনের ভূমিকার সমালোচনা করেন পেন্স। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে পুতিনকে ছোট নেতা বলেও মন্তব্য করেন তিনি।