পার্কে বাঘের আক্রমণে নারী নিহত

পার্কে বাঘের আক্রমণে নারী নিহত

শেয়ার করুন

 

এটিএন টাইমস ডেস্ক:

চীনের রাজধানী বেইজিংয়ে একটি বন্যপ্রাণী উদ্যানে বাঘের আক্রমণে এক নারী নিহত এবং অারেকজন আহত হয়েছেন।

বাদালিং নামের ওই উদ্যানটিতে দর্শণার্থীরা নিজেদের গাড়ি চালিয়ে খোলামেলা পরিবেশে বন্যপ্রাণীদের দেখতে পারেন। তবে তাদের সতর্ক করে দেয়া হয়, যেন তারা গাড়ি থেকে বের না হন।

কিন্তু মর্মান্তিক এই ঘটনার ভিডিওতে দেখা যায়, এক নারী গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ানোর পরেই একটি বাঘ এসে তাকে আক্রমণ করে এবং টেনে নিয়ে যায়।

সঙ্গে থাকা দুজন তাকে উদ্ধার করতে বেরিয়ে আসলে, বাঘটি তাদেরকেও আক্রমণ করে। মুহূর্তেই পার্কের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হলেও, তারা ওই নারীকে বাঁচাতে পারেননি।

এ ঘটনায় পার্কের কর্মকর্তারা কোনো মন্তব্য করেন নি, তবে খারাপ আবহাওয়ার কারণে পার্কটি বন্ধ রয়েছে বলে জানান তারা।